স্ত্রীর দেওয়া বিষ-মেশানো লাসসি, স্বামীসহ ১৩ জনের মৃত্যু
দ্য রিপোর্ট ডেস্ক : ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া হয়েছিল; সেই ক্ষোভে শ্বশুরবাড়ির লোকদের বিষাক্ত লাসসি খাইয়ে দিয়েছে পাকিস্তানের এক তরুণী। এতে তার স্বামী সহ ১৩ জনের মৃত্যু হয়েছে।
ঘটনার পর আসিয়া বিবি নামে ওই তরুণীকে তার কথিত প্রেমিক সহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুজফফরগড় জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ বলছে, গত সেপ্টেম্বর মাসে আসিয়াকে জোর করে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। এর পর গত সপ্তাহে সে তার স্বামীকে বিষ মেশানো দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা সফল হয় নি। এরপর আসিয়া দই দিয়ে তৈরি লাসসিতে ওই বিষ মিশিয়ে দেয় এবং স্বামীর পরিবারের সবাইকে তা পরিবেশন করে।
বিষাক্ত লাসসি খেয়ে আসিয়ার স্বামীসহ ১৩ জন মারা যায় এবং অন্য ১৪ জন এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ওয়াইস আহমেদ।
তিনি আরো জানিয়েছেন, আসিয়া এবং তার কথিত প্রেমিক ছাড়াও এ পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে তার এক খালাকেও গ্রেফতার করা হয়েছে।
সূত্র : বিবিসি বাংলা
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ৩১, ২০১৭)