বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামে বড় ভাইয়ের লাশ দেখে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন ছোট ভাইও। মঙ্গলবার (৩১ অক্টোবর) জোহরের নামাজ শেষে দু’সহোদরকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বড় ভাই ফজর আলী গাজী (৭২) ষ্ট্রোক করে মারা যাওয়ার পর তার লাশ দেখে ছোট ভাই সাবেক ইউপি সদস্য কোরবান আলী গাজীরও (৭০) মৃত্যু হয়। তারা নলতা গ্রামের মৃত আলহাজ্ব সাধু গাজীর ছেলে।
এক ঘন্টার ব্যবধানে আপন দু’ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
জানা গেছে, সোমবার রাতে বড় ভাই ফজর আলী গাজী হঠাৎ স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। এরপর রাত ১০টার দিকে বড়ভাই ফজর আলী গাজীর মরাদেহ দেখে ছোট ভাই কোরবান আলী গাজীও অসুস্থ্য হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যরা স্থানীয় গ্রাম্য ডাক্তার আজগার আলীকে ডাকতে গেলে তিনি আসার আগেই ছোট ভাই কোরবান আলী গাজীর মৃত্যু হয়।
মৃত্যুকালে বড়ভাই আলহাজ্জ ফজর আলী গাজী স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা এবং ছোট ভাই কোরবান আলী গাজী স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ দুই ভাই অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ৩১, ২০১৭)