কুষ্টিয়া প্রতিনিধি : বিভিন্ন সময়ে শ্রমিকদের পুলিশি হয়রানির প্রতিবাদ ও গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় বুধবার (১ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

কুষ্টিয়া পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। এর ফলে আজও কুষ্টিয়ার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটের কারনে চরম ভোগান্তিতে পড়েছে সাধারন যাত্রীরা।

কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম জানান, পুলিশি হয়রানি বন্ধসহ আটককৃত শ্রমিকদের মুক্তির দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট চলবে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে আলহাজ নামক যাত্রীবাহী বাসে
অভিযান চালিয়ে ওই পরিবহনের সিটের নিচ থেকে হেরোইন উদ্ধার করে পাবনা র‌্যাব। এর সাথে জড়িত সন্দেহে পরিবহনের সুপার ভাইজার রুবেলকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০১, ২০১৭)