পরীক্ষাকেন্দ্রে যেতে নৌকাডুবি, ২ জেএসসি শিক্ষার্থীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগরে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় তিতাস নদীতে নৌকাডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা বিরগাঁও স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।নিহত দুই পরীক্ষার্থী হলো নাদিরা আক্তার ও সোনিয়া আক্তার।নাদিরা আক্তার বীরগাঁও ইউনিয়নের বাইশমোজা গ্রামের সৈয়দ হোসেনের মেয়ে এবং সোনিয়া আক্তার একই ইউনিয়নের নজরদৌলত গ্রামের শিশু মিয়ার মেয়ে।লাশ দুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।
নবীনগর থানার সহকারী পুলিশ সুপার চিত্য রঞ্জন পাল এ তথ্য জানিয়েছেন।
এদিকে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বুধবার সকাল থেকে শুরু হয়েছে।
প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা শুরু হয়।
বাংলাদেশের দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৬২৮টি প্রতিষ্ঠানের ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে, পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০১, ২০১৭)