খুলনা ব্যুরো : খুলনায় ধান ভাঙ্গানোর মেশিনে ওড়না জড়িয়ে সুপ্রিয়া (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে তেরখাদা উপজেলার পানতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহত সুপ্রিয়া স্থানীয় পানতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সে ওই এলাকার কৃষক মোহাম্মদ আলীর কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপ্রিয়া তার মায়ের সঙ্গে বাড়ির পাশ্ববর্তী মোর্শেদের একটি ধানকলে ধান ভাঙ্গাতে যায়। মেশিন চলাকালে পাশে থাকা অবস্থায় প্রথমে তার উড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তার মাথাও মেশিনে জড়িয়ে ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম চৌধূরী বলেন, তিনি ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০১, ২০১৭)