ভারতে ট্রান্সফর্মার বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ১৪
দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে একটি ট্রান্সফর্মার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। বুধবার কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে সিনহুয়া।
স্থানীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন,মঙ্গলবার রাজস্থানের রাজধানী জয়পুর নগরীর কাছে শাহপুরার খাতলই গ্রামে একটি ট্রান্সফর্মার বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন নিহত ও ১৭ জন আহত হয়। দুর্বল ব্যবস্থাপনার কারণে এটির বিস্ফোরণ ঘটে। আহতদের এসএমএস হাসপাতালে নেওয়া হলে রাতে আরো ১০ জনের মৃত্যু হয়। এতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।
এ ঘটনায় এখনো সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কর্মকর্তরা জানিয়েছেন, একটি বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের আলো নেওয়ার জন্য কাজ করার সময় ট্রান্সফর্মারের বিস্ফোরণ ঘটে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের কথা বলেছেন এবং নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০১, ২০১৭)