দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানে রাজধানী কাবুলের পূর্বাঞ্চলে অবস্থিত চারিকার শহরে জ্বালানিবাহী দুটি ট্যাংকারে বোমা হামলার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।

স্থানীয় সময় বুধবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে। খবর- রয়টার্সের।

ওয়াহিদা শাকার নামের স্থানীয় প্রশাসনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। কোনো সন্ত্রাসী সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

এক নিরাপত্তারক্ষীর বরাত দিয়ে রয়টার্স জানায়, ট্যাংকার গায়ে লাগানো বোমায় বিস্ফোরণ ঘটলে জ্বালানিতে আগুন ধরে যায়। এতে ট্যাংকার দুটিতে বিস্ফোরণ ঘটে। ধ্বংস হয়ে যায় ঘটনাস্থলের নিকটবর্তী একটি বাস। হতাহত হয় আশপাশের লোকজন।

বুধবারের হামলার একদিন আগেই কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০২, ২০১৭)