দ্য রিপোর্ট ডেস্ক : নিউইয়র্কে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দিয়ে ৮ জনকে হত্যার সঙ্গে সন্দেহভাজন জড়িত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসলামিক স্টেট জিহাদি গ্রুপের কথা উল্লেখ করে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, ‘সে হামলা চালিয়ে আটজনকে হত্যা ও ১২ জনকে আহত করেছে। সুতরাং তার মৃত্যুদণ্ডই পাওয়া উচিত।’

এর আগে নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানোর রাস্তায় ট্রাক তুলে দিয়ে ৮ জনকে হত্যা করে এক সন্ত্রাসী। এ সময় আহত হয়ে কমপক্ষে ১২জন। ২৯ বছর বয়সী একজনকে ওই ট্রাক থেকে পালিয়ে যাবার সময় পুলিশ আটক করে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লোয়ার ম্যানহাটনে হামলা চালানো ওই ব্যক্তির নাম সাইফুল্লো সাইপোভ, সে ২০১০ সালে অভিবাসী হিসেবে দেশটিতে এসেছে।

নিউইয়র্কের পুলিশ বিভাগের কমিশনার জেমস ও’নিল বলেছেন, রিটেইলার হোম ডিপো থেকে সাদা রঙের একটি ট্রাক যাত্রা শুরু করে স্থানীয় সময় বেলা ৩ টার দিকে। হামলাকারী এরপর সাইকেল চালানোর রাস্তায় পথচারীদের ওপর সেই ট্রাকটি চালিয়ে দেয় এবং বেশ কিছুদূর অতিক্রম করে। পরে একটি স্কুল বাসের সঙ্গে গিয়ে সংঘর্ষের পর তা থেমে যায়। এরপর পালিয়ে যাবার সময় পুলিশ তাকে পেটে গুলি করে আহত করে ও আটক করে। এই হামলাটি এমন একটি সময়ে চালানো হয় যখন নিউইয়র্কবাসী তাদের অন্যতম উৎসব হ্যালোইনে মেতে ছিল।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০২, ২০১৭)