চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জে ‘বোমা তৈরির সময়’বিস্ফোরণে তাইফুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স ৩৫ বছর।

নিহত তাইফুর মর্দানা গ্রামের ফজলু আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মর্দানা মহল্লায় নিজ ঘরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন তাইফুর রহমান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন জানিয়েছেন, বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনার পর ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই সময় ওই ব্যক্তির কোনো স্বজনকে পাওয়া যায়নি।

লাশ মর্গে রাখা রয়েছে বলে জানান মোশাররফ।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৩, ২০১৭)