দ্য রিপোর্ট ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের জাতির পিতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর একমাত্র মেয়ে দিনা ওয়াদিয়া।

পাকিস্তান ও ভারতের বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, বৃহস্পতিবার (২ নভেম্বর) ৯৮ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দিনা ছিলেন জিন্নাহ ও রতনবাঈ পেটি (জিন্নাহর দ্বিতীয় স্ত্রী) দম্পতির একমাত্র মেয়ে।

রত্নাবাঈয়ের সঙ্গে বিচ্ছেদের পর জিন্নাহর কাছে বড় হন দিনা। জিন্নাহ দিনাকে খুব ভালোবাসতেন। কিন্তু ১৭ বছর বয়সে দিনা ভারতীয় বংশোদ্ভূত পারস্যের নাগরিক নেভিল ওয়াদিয়াকে বিয়ে করার পর বাবা-মেয়ের সম্পর্কে ভাটা পড়ে।

১৯১৯ সালের ১৪ আগস্ট দিবাগত মধ্যরাতে লন্ডনের মাটিতে জন্মগ্রহণ করেন দিনা। ওই দিন লন্ডনে একটি থিয়েটার হলে জিন্নাহ ও তার স্ত্রী রতনবাই সিনেমা দেখছিলেন।

জিন্নাহ পরিবারের পূর্বপুরুষেরা বর্তমান ভারতের গুজরাটের বাসিন্দা ছিলেন। ১৮৭০ সালে তারা ব্যবসাসূত্রে বর্তমান পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানেই জিন্নাহর জন্ম।

দিনা ওয়াদিয়া ১৯৪৮ সালে তার বাবার মৃত্যুর পর প্রথম পাকিস্তানে যান। এরপর ২০০৪ সালে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক সফরের সময় পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের আমন্ত্রণে শেষবার সে দেশে গিয়েছিলেন।

মুম্বাইয়ের শিল্পপতি নেভিল ওয়াদিয়াকে বিয়ে করেছিলেন দিনা। নেভিল ওয়াদিয়াকে বিয়ে করতে চাইলে বাবা জিন্নাহর সঙ্গে দিনার মতবিরোধ তৈরি হয়। নুসলি ওয়াদিয়া এবং ডায়না ওয়াদিয়া তারই সন্তান।

দিনার ছেলে নুসলি ওয়াদিয়া ভারতের একজন সফল ব্যবসায়ী এবং পার্সি কমিউনিটিরও একজন প্রভাবশালী ব্যক্তিত্ব।

নেভিলের সঙ্গে দিনার বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। দিনা বহু বছর ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৩, ২০১৭)