দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় বাবা ও মেয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে উত্তর বাড্ডা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয় বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার ভোরেজোড়া খুনের এ ঘটনায় নিহত জামিল শেখের স্ত্রী আর্জিনার দেওয়া তথ্যের ভিত্তিতেমোবাইল ফোন ট্র্যাক করে খুলনার বটিয়াঘাটা থানা এলাকা থেকে শাহীন ও তার স্ত্রী মাসুমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২ নভেম্বর সকালে বাড্ডার হোসেন মার্কেটের ময়নারটেক এলাকার ৩০৬ নম্বর গোরস্থান রোডের তৃতীয় তলার চিলেকোঠায় খুন হন জামিল শেখ (৪১) ও তার মেয়ে নুসরাত (৯)। স্ত্রী আর্জিনার পরকীয়া প্রেমের কারণে স্বামী ও মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, বেশ কয়েক বছর ধরেই জামিল ও তার স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। সর্বশেষ মাস দুয়েক আগে জামিলের স্ত্রী আর্জিনা বেগম ঝগড়া করে ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়ি সাভারে চলে যায়। সপ্তাহ খানেক আগে উভয়পক্ষের লোকজন মিলে ঝামেলা মিটিয়ে দেয়। এরপর জামিল আর্জিনাকে বাসায় নিয়ে আসে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৭)