বেনাপোলে অস্ত্র-গুলিসহ আটক ১
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে একটি পিস্তল (নাইনএমএম), দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, হুন্ডি দেড় লখ টাকাসহ তরিকুল ইসলাম (৩০ ) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প সদস্যরা।
রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়।
তরিকুল বেনাপোল থানার পুটখালি গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে।
বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা এফআইজির সংবাদে জানতে পারি এক অস্ত্র ব্যবসায়ী ভারত থেকে অস্ত্র এনে যশোরে নেওয়ার উদ্দেশ্য বেনাপোল বাজারে ইসলামী ব্যাংকের সামনে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৫, ২০১৭)