সাভারে বালু বোঝাই ট্রাক উল্টে নিহত ২
সাভার প্রতিনিধি : সাভারে একটি চলন্ত বালু বোঝাই ট্রাক রিকশার উপর উল্টে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন।
রবিবার (৫ নভেম্বর) ভোররাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোররাতে একটি বালু বোঝাই ট্রাক সাভারের পাকিজা এলাকায় একটি লেগুনাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সার উপর উল্টে যায়। এ সময় ওই ট্রাক চাপায় রিক্সার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রেকার দিয়ে উল্টে যাওয়া ট্রাকটি সড়িয়ে নেয়। এ সময় বালুর নিচে চাপা অবস্থায় আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
এ দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে বালু বোঝাই ট্রাকের চালক ও সহকারী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানা আনা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৫, ২০১৭)