নারায়ণগঞ্জ প্রতিনিধি : নিখোঁজ হওয়ার একদিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভরাবো এলাকা থেকে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকার (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ নভেম্বর) সকালে একটি নির্জন স্থানে প্রিয়াংকার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাসুম নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত প্রিয়াংকা রূপগঞ্জের আয়াত আলী উচ্চ বিদ্যায়ল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। তার বাবার নাম মহিউদ্দীন।

প্রিয়াংকার পরিবার জানায়, শনিবার বিকালে প্রিয়াংকা কোচিং এ যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রবিবার সকালে বাড়ির পাশে নির্জন স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৫, ২০১৭)