টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা
দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ফ্লিডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিক্সার্স।
রবিবার (৫ নভেম্বর) পঞ্চম আসরের দ্বিতীয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের অধিনায়ক নাসির হোসেন এ সিদ্ধান্ত জানান।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস এ ম্যাচের সঙ্গী হবে সিক্সার্সের। আর শুভ সূচনার আশায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে চোটের কারণে আইকন তামিম ইকবালকে পাচ্ছেন না ভিক্টোরিয়ান্সরা। তার বদলে দলের হাল ধরেছেন আফগার অল রাউন্ডার মোহাম্মদ নবী।
এর আগে শনিবার পঞ্চম আসরের প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারিয়ে চমক দেখায় তারুণ্য নির্ভর সিলেট সিক্সার্স।
সিলেট সিক্সার্স
উপল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান, রস হুইটলি, নাসির হোসেন (অধিনায়ক), শুভাগত হোম, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট ও ক্রিসমার সান্টোকি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ইমরুল কায়েস, লিটন দাস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, ড্যারেন ব্রাভো, মোহাম্মদ নবী (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, রশিদ খান, আরাফাত সানি, আল আমিন হোসেন।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৫, ২০১৭)