দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে প্রথম জয়ের দেখা পেল ঢাকা ডায়নামাইটস। রবিবার (৫ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় মু্খোমুখি হয়েছিল দুই দল। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান নেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান তুলে ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন ওপেনার এভিন লুইস (৪৪ বলে)। এ ছাড়া ৩১ বলে ৬৪ রান করেন ক্যামেরন ডেলপোর্ট।

খুলনার পক্ষে ২টি করে উইকেট নেন আবু জায়েদ ও শফিউল ইসলাম।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। দলীয় ৬৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় দলটি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে শুরু করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৭ রানে অলআউট হয় তারা।

ঢাকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আবু হায়দার।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে হেরেছিল ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে এটি ছিল খুলনার প্রথম ম্যাচ।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৫, ২০১৭)