কুমিল্লায় বাসচাপায় নিহত ২

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন চারজন।
রবিবার (৫ নভেম্বর) রাতে মোবারকপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার বিটমান গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশা চালক রাসেল মিয়া (২৭) ও একই গ্রামের কৃষক আবু মিয়া (৬০)।
আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন চন্দ্র হাজারী জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে কুমিল্লার সোনাপুরগামী হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। এতে রাসেল ঘটনাস্থলেই মারা যান। আর ঢাকায় নেওয়ার পথে আবু মিয়া মারা যান।
তিনি আরো বলেন, এ দুর্ঘটনায় আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৬, ২০১৭)