‘প্রাণে বিদায়ের সুর বাজছে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘পয়লা মার্চ থেকে বইমেলায় আসতে পারব না। ভাবতেই খারাপ লাগছে। প্রাণে বিদায়ের সুর বাজছে। পুরোটা মাসজুড়ে মেলা প্রাঙ্গণেই কাটিয়েছি। অফিসের কাজ শেষ করেই কী এক অজানা টানে চলে আসতাম মেলায়।’ বৃহস্পতিবার মেলায় বিষাদমাখা কণ্ঠে এমনই জানালেন তরুণ কবি ফয়েজ আহমেদ।
তিনি জানান, ‘আমাদের এত না পাওয়ার মাঝে মেলার সৌন্দর্যকে আমরা দারুণভাবে গ্রহণ করেছি। শুধু বইমেলা কেন, যে কোনো উৎসবেই তো মেতে উঠি আমরা।’
মেলার সবকিছুই তিনি উপভোগ করেন। বইমেলাকে তিনি দেশের সাংস্কৃতিক বিকাশ হিসেবে দেখেন। এ নিয়ে বলেন, ‘বই দেখা, বই কেনা কিংবা নিছক মেলা প্রাঙ্গণে মুক্তভাবে বিচরণ করা একটি দেশের সাংস্কৃতিক উন্নতির নির্দেশনা দেয়।’
(দ্য রিপোর্ট/এমএ/ডব্লিউএস/এএল/ফেব্রুয়ারি ২৭, ২০১৪)