উৎপাদন বন্ধ, ‘জেড’ ক্যাটাগরিতে সিঅ্যান্ডএ
দ্য রিপোর্ট ডেস্ক : ছয় মাসের অধিক সময় উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ট্রানজেকশন) রেগুলেশন ২(১)(জেড) অনুযায়ী কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে। ৫ নভেম্বর থেকে কোম্পানিটির কার্যক্রম ‘জেড’ ক্যাটাগরিতে শুরু হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটির কারখানার কাঠামোগত পরিবর্তন এবং যন্ত্রপাতির উন্নয়নের জন্য উৎপাদন গত ১ মে থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৬, ২০১৭)