লারাকে কোচ হিসেবে পাচ্ছেন সাকিব
দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটিং গ্রেট ব্রায়ান চার্লস লারাকে কোচ হিসেবে পেতে যাচ্ছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও তা সীমিত সময়ের জন্য।
টি-১০ ক্রিকেটে জমকালো এক আসর বসতে চলেছে চলতি বছর ডিসেম্বরে। এই আসর সামনে রেখে রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে নিলাম অনুষ্ঠান। সেখানে সাকিবকে বেছে নিয়েছে কেরালা কিংস। এই দলের কোচ হিসেবে থাকছেন কারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। দলের আইকন ক্রিকেটার ওয়েন মর্গ্যান। দলে আছে কাইরন পোলার্ড, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভিরও।
সাকিব ছাড়াও বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার এই আসরে দল পেয়েছেন। তারা হলেন-তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানও।
৩০০ ক্রিকেটারকে নিয়ে হওয়া নিলামের দ্বিতীয় ডাকেই তামিমকে নিয়েছে পাখতুনস। এই দলের আইকন ক্রিকেটার শহিদ আফ্রিদি। সতীর্থ হিসেবে তামিম পাচ্ছেন ফখর জামান, আহমেদ শেহজাদ, ডোয়াইন স্মিথদের।
সাকিব ও তামিম, দুজনই ছিলেন পারিশ্রমিকের শীর্ষ ক্যাটেগরিতে, যেটির পারিশ্রমিক ৩০ হাজার ডলার।
মুস্তাফিজ খেলবেন বেঙ্গল টাইগার্স দলে। দলটির আইকন ক্রিকেটার সরফরাজ আহমেদ। খেলবেন ড্যারেন স্যামি, আন্দ্রে ফ্লেচার, সুনিল নারাইনরা।
আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর হবে টুর্নামেন্ট। তবে নতুন সূচিতে তা এগিয়ে আনা হয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট হবে আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর।
সিক্স-এ-সাইড টুর্নামেন্টগুলো বাদ দিলে এটি হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ। প্রতি দল খেলবে ১০ ওভার করে। প্রতি ইনিংসের সময় থাকবে ৪৫ মিনিট। ছয়টি দলকে নিয়ে হবে টুর্নামেন্ট।
মারাঠা অ্যারিবিয়ান্স দলের আইকন ক্রিকেটার বিরেন্দর শেবাগ। সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হকের মালিকানাধীন পাঞ্জাবি লিজেন্ডস দলের আইকন শোয়েব মালিক। কলম্বো লায়ন্স দলটি গড়া হয়েছে শুধু শ্রীলঙ্কার ঘরোয়া সীমিত ওভারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কলম্বো দলের ক্রিকেটারদের নিয়ে।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৬, ২০১৭)