দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি স্কুলের ক্লাসরুমে ঢুকে পড়া গাড়ির আঘাতে আট বছর বয়সী দুই ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন বালিকা গুরুতর আহত হয়েছে। এছাড়া শিক্ষকসহ আরো ১৬ শিক্ষার্থী ছোটোখাটো আঘাত পেয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। খবর- বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পশ্চিম সিডনির একটি স্কুলের কাঠের দেয়াল ভেঙে একটি এসইউভি ক্লাসরুমটিতে ঢুকে পড়ে। এ সময় শিক্ষকসহ ২৪ জন শিশুশিক্ষার্থী ওই ক্লাসরুমটিতে ছিল।

ঘটনার পরপরই ওই পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজন বালক মারা যায়।

গুরুতর আহত অপর তিন বালিকার আঘাত গুরুতর হলেও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদের মধ্যে দুজনের বয়স আট ও অপরজনের বয়স নয় বছর।

৫২ বছর বয়সী এক নারী গাড়িটি চালাচ্ছিলেন। তিনি অক্ষত আছেন। তদন্তের অংশ হিসেবে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত ও প্রশ্রাব পরীক্ষা করাচ্ছে পুলিশ।

ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়নি বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার স্টুয়ার্ট স্মিথ। ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ ধরে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৭)