সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খালে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে সুন্দরবন শ্যামনগর উপজেলার চুনকুড়ি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

এ সময় সেখান থেকে ৫ টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

র‌্যাব-৬ এর ডিএডি মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযানে গেলে বনদুস্য জোনাব বাহিনীর সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলিবর্ষণ করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে নান্নু মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় সেখান থেকে তিনটি পাইপ গান, একটি এক নালা বন্দুক ও একটি থ্রি নট থ্রি বন্দুক ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

তবে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে বনদস্যু নান্নু মোল্যা মারা গেছেন বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ বিষয়টি নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৭)