টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

দ্য রিপোর্ট ডেস্ক : একদিন বিরতির পর মঙ্গলবার (৭ নভেম্বর) আবার শুরু হলো বিপিএলের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মোকাবেলা করছে চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লা অধিনায়ক মোহাম্মদ নবী।
ইনজুরির কারণে এ ম্যাচেও নেই কুমিল্লার আইকন ক্রিকেটার তামিম ইকবাল। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন আফগান লড়াকু ক্রিকেটার নবী।
চিটাগাংয়ের আইকন ক্রিকেটার সৌম্য সরকার। দলে থাকলেও তিনি নেতৃত্ব দিচ্ছেন না। চট্টলার দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মিসবাহ-উল-হক।
বিপিএলের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের কাছে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর চিটাগাং ভাইকিংসের এটি প্রথম ম্যাচ। এ ম্যাচে জিতে বিপিএল অভিযাত্রা শুরু করতে চায় বন্দরনগরীর দলটি। অন্যদিকে এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় বিপিএল তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৭)