কাবুলে টিভি স্টেশনে বন্দুকধারীদের হামলা
দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্থানীয় টেলিভিশন স্টেশনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের আগে কাবুলে পশতু ভাষার বেসরকারি টেলিভিশন স্টেশন সামসাদ টিভির সদরদপ্তরে এই হামলার ঘটনা ঘটে।
কিছু কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠন হিসেবে পরিচিতি পাওয়া ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারীরা প্রথমে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এবং পরে গুলি ছুড়তে ছুড়তে ভেতরে প্রবেশ করে।
টেলিভিশনটির একজন প্রতিবেদক যিনি কোনমতে পালিয়ে আসতে পেরেছেন তিনি বিবিসিকে জানিয়েছেন, হামলাকারীরা এখনো ভবনের মধ্যে অবস্থান করছে। গুলির শব্দ এখনো শোনা যাচ্ছে।
ধারণা করা হচ্ছে শতাধিক কর্মী বর্তমানে টেলিভিশন চ্যানেলটির এই প্রধান কার্যালয়ে অবস্থান করছে।
তবে হামলায় কতজন নিহত হয়েছে এবং হামলাকারীর সংখ্যা কতজন সেটা এখনো পরিস্কার করে বলতে পারছে না পুলিশ।
'আমি কোনমতে পালিয়ে এসেছি'
হাসমত ইস্তান্কই নামে ঐ টেলিভিশনের একজন প্রতিবেদক বিবিসিকে বলেছেন, ‘আমার কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন এবং কয়েকজনআহত হয়েছেন।আমি পালিয়ে এসেছি কোনমতে।’
পাসতু ভাষার এই টিভি চ্যানেলটি হামলার সাথে সাথেই সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
এদিকে কাবুল পুলিশের প্রধানের মুখপাত্র বলেছেন একজন বন্দুকধারী আফগান বাহিনীর হাতে নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ভবনটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।
সাম্প্রতিক সময়ে কাবুল বারবার তালিবানএবং ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়েছে।
সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের জন্য আফগানিস্তান বিশ্বের মধ্যে অন্যতম বিপদজনক একটা দেশ।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৭, ২০১৭)