জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
দ্য রিপোর্ট ডেস্ক : জাপানে বেসরকারি একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশটির পার্বত্য এলাকা গানমাতে বুধবার (৮ নভেম্বর) দুপুর অড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর- জাপান টাইমসের।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, রাজধানী টোকিও থেকে ১৫০ কিলোমিটার দুরের একটি গ্রামের ব্রিজের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় উড়ন্ত যানটিকে জলন্ত অবস্থায় দেখা গেছে।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কপ্টারের চারজন আরোহীর সকলকেই মৃত অবস্থায় পেয়েছেন তারা।
জানা যায়, বিধ্বস্ত হওয়া এএস৩৩২ এল সুপার পুমা হেলিকপ্টারটি টোহো এয়ার সার্ভিস নামক কোম্পানির। প্রতিষ্ঠানটি জানায়, দুর্ঘটনার সময় তাদের চারজন পুরুষ কর্মচারী ছিলেন হেলিকপ্টারটিতে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৯, ২০১৭)