ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ডাকাতের গুলিতে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

বুধবার (৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সাজ্জাদ মৃধা (৩০) ও সেন্টু মৃধা (২৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই। নিহত দুইজনই মৃধাডাঙ্গী গ্রামেরই বাসিন্দা। আহতরা হলেনআহত হন সেন্টু মৃধা (৩৩), স্বপন ব্যাপারী (২৪) ও আল আমিন ফকির (২৫)।

গ্রামবাসীরা বলছে, ১৮ থেকে ২০ জনের ডাকাত দল স্পিডবোটে করে ওই গ্রামে যায়। সামচেল ফকির নামের এক ব্যক্তির বাড়িতে বিয়ের উৎসব চলছিল। সেই বাড়িতেই হামলা চালায় ডাকাতেরা। ওই বাড়ির সদস্যরা বলছেন, চার দলে ভাগ হয়ে ডাকাতেরা চারটি ঘরে লুটপাট চালায়। এরপর আরেক বাড়িতে ডাকাতি করতে যায়।

টের পেয়ে গ্রামবাসীরা ডাকাতদের ধাওয়া দেয়। নদীর পাড়ে গিয়ে ডাকাতদের স্পিডবোট ভাসিয়ে দেওয়ার চেষ্টা চালায়। সেখানে থাকা ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে গ্রামবাসী সাজ্জাদ মিয়া (৩৭) ঘটনাস্থলে নিহত হন। আহত হন সেন্টু মৃধা (৩৩), স্বপন ব্যাপারী (২৪) ও আল আমিন ফকির (২৫)। সেন্টু আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত স্বপন ও আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, শুনেছি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে দুইজনের নিহতের খবর পেয়েছি।বিয়েবাড়িতে গানবাজনার আসর ছিল। সেখানেই শ্রোতা সেজে এসেছিল ডাকাতেরা। রাতেই নদীতে পুলিশ অভিযান চালিয়েছে। ডাকাতদের কাউকে ধরতে পারেনি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৯, ২০১৭)