সুন্দরবনে ১৭ জেলে উদ্ধার, অস্ত্রসহ ২ বনদস্যু আটক
সাতক্ষীরা প্রতিনিধি : পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু নুর-এ-আলম বাহিনীর হাতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। এ সময় বরদস্যু বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।
বুধবার (৮ নভেম্বর) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর পাটের ভাড়ানি খাল থেকে জেলেদের উদ্ধার করা হয়।
আটক দস্যু ও উদ্ধার হওয়া জেলেদের নাম পরিচয় জানা যায়নি।
র্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মালঞ্চ নদীর পাটের ভাড়ানি খাল থেকে দুই দস্যুকে দুটি অস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় মুক্তিপণের দাবিতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৯, ২০১৭)