টঙ্গীতে মানুষের কঙ্কালসহ আটক ২
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বাসে তল্লাশি চালিয়ে মানুষের কঙ্কালসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) রাত ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শেরপুরের নকলার মো. এরশাদ আলী (২৬) ও নাটোরের সিংড়ার আবদুল মোতালেব মিয়া (১৮)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক এরশাদ জানান, তারা টাঙ্গাইলের সখীপুর উপজেলা সদরের দুটি কবর থেকে জব্দ হওয়া কঙ্কাল চুরি করেছেন। এই কঙ্কাল নিয়ে তারা ময়মনসিংহ যাচ্ছিলেন। কঙ্কালগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্রি করতে চেয়েছিলেন।
গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ বুধবার রাত তিনটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় তল্লাশিচৌকি বসায়। সন্দেহে থাকা বাসটি চৌকিতে এলে থামানো হয়। বাসে তল্লাশি চালিয়ে মানুষের কঙ্কাল পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করলেও কৌশলে পাঁচজন পালিয়ে গেছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৯, ২০১৭)