সিরাজগঞ্জ প্রতিনিধি :  কোন বিভ্রান্তিমূলক কথা বলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি না করে বরং বর্তমান প্রেক্ষাপটে ১৪ দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার জেলা আইন শৃংখলা কমিটির সভার শুরুতে  তিনি বলেছেন, ‘১৪ দলের ভেতরে কোন দ্বন্দ্ব নেই। কোন বিভ্রান্তিমূলক কথা বলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরির সময় এটা নয়। আবেগের বশবর্তী হয়ে যে কেউ মন্তব্য করতে পারেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। এর সাথে ১৪ দলের কোন সম্পর্ক নেই। আওয়ামী লীগ জনগণের ভোটেই বার বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, কারো অনুকম্পায় নয়।’

মোহাম্মদ নাসিম আরো বলেছেন, ‘কোন দলের বা ব্যক্তির দেওয়া নির্বাচনী রূপরেখা নিয়ে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’

তিনি বিএনপিসহ সকল গণতান্ত্রিক ও নিবন্ধিত দলকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে আইন শৃঙ্‌খলা কমিটির সভায়, গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি, তানভীর ইমাম এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, এডভোকেট কে এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ, বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী শিয়ালকোলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও সহযোগিতা দেওয়ার বিষয়টি সারাবিশ্বে যেখানে প্রশংসিত হয়েছে, সেখানে একজন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) তিনমাস পর ঘুম থেকে উঠে সেখানে গিয়ে বললেন, কিছুই দেওয়া হয়নি।’

তিনি বলেছেন, ‘যেখানে বিশ্বের ধনী দেশগুলো এক লাখ শরণার্থী আশ্রয় দিতে ভয় পায়। সেখানে শেখ হাসিনা ৭ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। সরকারি-বেসরকারিভাবে তাদের বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে, স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। অথচ বিএনপি নেত্রী লাখ লাখ টাকার তেল পুড়িয়ে বিশাল গাড়ীবহরে শো-ডাউন করে সেখানে গিয়ে শুধুই মিথ্যাচার করে ফিরে এসেছেন।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৯, ২০১৭)