প্রেম করে বিয়ে, ‘আত্মহত্যায়’ জীবনের সমাপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুরে ৫ মাসের অন্তসত্ত্বা এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মাধবপুর থানা পুলিশ ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
ওই গৃহবধুর নাম খাদিজা আক্তার (২০)। সে উপজেলার আদাঐ ইউনিয়নের আলুয়া পাড়ার অটোরিক্সা চালক মারুফ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে উপজেলার দূর্গাপুর গ্রামের নিরোধ সরকারের মেয়ে জবা সরকার ভালবেসে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন একই উপজেলার আলুয়া পাড়ার মৃত শাহিদ মিয়ার ছেলে মারুফ মিয়াকে। হিন্দু মেয়ে হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করার অপরাধে জবার পরিবার তাকে ত্যজ্য করে। বিয়ের পর জবার স্বামীর বাড়ির লোকজন তার নতুন নাম দেয় খাদিজা আক্তার। শুরু থেকে তাদের দাম্পত্যজীবন সুখেই চলচিল। এর মধ্যে খাদিজা আক্তার ৫ মাসের অন্তসত্ত্বা হয়ে পড়েন।
বৃহস্পতিবার রাতের খাবার শেষে তারা স্বামী-স্ত্রী নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে নিহতের স্বামী মারুফ মিয়া ঘরের তীরের সাথে খাদিজার মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে নিহতের শাশুরি মনোয়ারা বেগম মাধবপুর থানাকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাদিজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে মাধবপুর থানার এসআই মনিরুল ইসলাম বলেছেন, ‘নিহতের শাশুরি থানায় এসে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কোন কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি স্বেচ্ছায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।।’
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১০, ২০১৭)