লেবাননের সঙ্গে সৌদির যুদ্ধ ঘোষণা : হিজবুল্লাহ
দ্য রিপোর্ট ডেস্ক : প্রধানমন্ত্রী সা’দ হারিরিকে ইচ্ছার বিরুদ্ধে আটক রেখেছে রিয়াদ। এর মাধ্যমে লেবাননের বিরুদ্ধে সৌদি আরব যুদ্ধ ঘোষণা করছে বলে অভিযোগ করেছেন লেবাননের শিয়া মিলিশিয়াদের সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ।
শুক্রবার (১০ নভেম্বর) টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি এ দাবি করেছেন।
নাসরুল্লাহ দাবি করেছেন, লেবাননের নাগরিকদের মধ্যে যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব।
তিনি বলেন, সংক্ষেপে বলতে গেলে, এ্টা পরিষ্কার যে, সৌদি আরব ও এর কর্মকর্তারা লেবানন ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে আমি এ্টা বলতে চাই যে, এটা লেবাননের বিরুদ্ধে যুদ্ধ।
হিজবুল্লাহর এই নেতা অভিযোগ করেছেন, লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে কোটি কোটি ডলার দিতে প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস।
হারিরিকে সৌদি আরবই যে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেও দাবি করেন নাসরুল্লাহ।
গত শনিবার রিয়াদ থেকে সম্প্রচারিত টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি। ওই সময় তিনি বলেছিলেন, ইরান ও লেবাননের হিজবুল্লাহর কারণে তার প্রাণ সংশয় দেখা দিয়েছে। তাই তিনি বাধ্য হয়ে পদত্যাগ করছেন। তবে ইরান ও হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৭)