নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
নাটোর প্রতিনিধি : নাটোরে শনিবার (১১ নভেম্বর) পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৬ জন।
এর মধ্যে সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল পাঁচবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
নিহতরা হলেন-মাইক্রোবাসের চালক শিবগঞ্জ বগুড়ার পিন্টু, মাইক্রোযাত্রী দিনাজপুরের জহুরুল ইসলাম এবং বগুড়ার শিশু হাসান।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে সিংড়ায় অবস্থানরত তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুর্ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের উদ্ধার ও চিকিৎসার খবর নেন।
এর আগে সকাল ৭টার দিকে নাটোর শহরের বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে নাটোরের বনবেলঘরিয়া এলাকার মর্তুজা নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়।
বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহতদের মধ্যে দুইজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজশাহী থেকে রংপুরগামী হৃদয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেরকোল পাঁচবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক পিন্টুর (২৫) মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুসহ দুজন মারা যায়।
নিহতদের লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১১, ২০১৭)