দিল্লিভিত্তিক রাষ্ট্রদূতরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহী
দ্য রিপোর্ট ডেস্ক : নয়াদিল্লি-ভিত্তিক অনাবাসী রাষ্ট্রদূতরা নিজের চোখে রোহিঙ্গা সংকট সম্পর্কে ধারণা লাভ করার জন্য বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেছেন।
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার বিভিন্ন দেশের ৭৬ জন নয়াদিল্লি-ভিত্তিক বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়োজিত কূটনীতিককে ব্রিফিংকালে তারা এ আগ্রহ ব্যক্ত করেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী রাষ্ট্রদূতদের সঙ্গে তাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রাষ্ট্রদূতরা রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের অবস্থানের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তারা বলেছেন, তারা পরিস্থিতির একটা প্রত্যক্ষ ধারণা পেতে তারা রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে চান।’
মোয়াজ্জেম আলী বলেছেন, ‘রাষ্ট্রদুতরা বলেছেন তাদের দেশগুলো বাংলাদেশে মানবিক সংকট সৃষ্টিকারী এই সমস্যার দ্রুত সমাধান চায়।’
বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, সৈয়দ মোয়াজ্জেম আলী অনাবাসী রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে জোরপূর্বক দেশ ছাড়া করা রোহিঙ্গাদের নিজভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করার জন্য যে কোনো আন্তর্জাতিক উদ্যোগে তাদের দেশের সমর্থন কামনা করেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের হাইকমিশনার বিভিন্ন দেশের অনাবাসী রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করার একদিন পর এই মিডিয়া ব্রিফিং করা হলো।
মোয়াজ্জেম আলী এই সংকটকে মারাত্মক মানবিক বিপর্যয় উল্লেখ করে বলেন, এই সংকট দ্রুত নিরসন করা না হলে আঞ্চলিক নিরাপত্তা ও পরিবেশ মারাত্মকভাবে বিপন্ন হবে।
নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন মিডিয়া ব্রিফিংকালে হাইকমিশনারের সঙ্গে ছিলেন।
ভারতের প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী ব্রিফিংয়ে যোগ দেন।
ভারতে বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার রাকিবুল হক ও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র : বাংলাদেশ সংবাদ সংস্থা
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১১, ২০১৭)