মাশুক শাহীর কবিতা
ওদের পাশে কাগজ ও কলম
এই মিথ্যাচারের প্রতিবাদ করে সাদা কাগজ
এই বর্বরতায় কলমও ধর্মঘটে যায়!
সুচির অসুচির তীব্রতায়
ইতিহাসযাত্রা বিশ্বাসঘাতকতায়।
কাগজ নতজানু হয় বিনীত লজ্জায়
আমার ধর্ম সত্যের বাতাস ছড়িয়ে
চারদিক অহিংস রাখা। আমার A4
বুকে সামুদ্রিক মিথ্যাচার লিখো না।
কালোতে আলোর বিচ্ছুরণে
সভ্যতা সমান গ্রহণযোগ্য
কলম নিতে পারছে না
এই বিভৎসতা - এই নিমর্মতা!
কালোর আলোর নগ্নতায়
কলমও ধর্মঘটে যেতে চায়।