সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী আইসিইউতে
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পড়েছেন।
শনিবার (১১ নভেম্বর) রাতে নগরীর মেহেদীবাগে ম্যাক্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রবিবার (১২ নভেম্বর) সকালে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয়।
সাবেক মেয়রের একান্ত সচিব মো. ওসমান জানান, রাতে উচ্চ রক্তচাপসহ শারীরিক নানা জটিলতা বেড়ে যাওয়ায় মহিউদ্দিনকে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে চিকিৎসকরা কিডনি জটিলতার কারণে তাঁকে আইসিইউতে হস্তানান্তর করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মহিউদ্দিনকে দেখতে সকালে হাসপাতালে যান চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মহিউদ্দিন চৌধুরী বেশ কিছুদিন ধরে নানা অসুখে ভুগছেন। অসুস্থ শরীর নিয়েই শনিবার সন্ধ্যায় তিনি যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় মেলা পরিষদের কার্যক্রম উদ্বোধন করেন। রাতেই তাঁর অসুস্থতা গুরুতর হয়ে পড়ে।
সাবেক মেয়রের একান্ত সচিব জানান, মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন মালয়েশিয়ায় ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১২, ২০১৭)