রাখাইনে যৌন সহিংসতার কথা আন্তর্জাতিক আদালতে তোলা হচ্ছে
দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রধানত-মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সামরিক বাহিনীর চালানো যৌন সহিংসতা ঘটনা সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অবহিত করবেন জাতিসংঘের একজন উর্ধ্বতন কর্মকর্তা। খবর- বিবিসির।
যুদ্ধকালীন যৌন সহিংসতা সম্পর্কে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন অভিযোগ করেছেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনী একটি রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে একটি পরিকল্পিত ত্রাস ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
তিনি আরো বলেন, এর লক্ষ্য হচ্ছে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ রোহিঙ্গাদের শরণার্ধী শিবিরগুলোতে সফর করে বিভিন্ন বয়েসের নারীদের সঙ্গে কথা বলেন প্রমীলা প্যাটেন।
এর পর তিনি বলেন, গণহত্যার সময় ধর্ষণকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৩, ২০১৭)