কঙ্গোয় রেল দুর্ঘটনায় নিহত ৩৩
দ্য রিপোর্ট ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে এক রেল দুর্ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন।
স্থানীয় সময় রবিববার (১২ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে লুয়ালাবা প্রদেশের বুয়োফউই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতিসংঘের রেডিও চ্যানেল ওকাপির বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, ট্রেনটি কঙ্গোর লুবুম্বাসি শহর থেকে লুইনা শহরে যাচ্ছিল। ট্রেনের ১৩টি ট্যাঙ্কারে দাহ্য পদার্থ ভর্তি ছিল। যাত্রাপথে সেটি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী একটি খাড়িতে পড়ে যায়। তখন হতাহতের ঘটনা ঘটে।
সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, রেল দুর্ঘটনায় নিহতরা সবাই ওই ট্রেনে অবৈধভাবে ভ্রমণ করছিল।
এদিকে, রেল দুর্ঘটনার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন লুয়ালাবা প্রদেশের গভর্নর রিচার্ড মুয়েজ। তবে হতাহতের প্রকৃত সংখ্যা জানাতে পারেননি তিনি।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৩, ২০১৭)