রাশিয়ার টিকেট পেল সুইজারল্যান্ড-ক্রোশিয়া
দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের টিকেট পেলো সুইজারল্যান্ড ও ক্রোয়েশিয়া।
রবিবার (১২ নভেম্বর) রাতে ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফের দ্বিতীয় লেগের পৃথক ম্যাচে ড্র করেও মূল পর্ব নিশ্চিত করল দল দুটি।
গেলো বৃহস্পতিবার নিজেদের মাঠে গ্রিসকে ৪-১ গোলে বিধ্বস্ত করে এগিয়ে থাকে ক্রোয়েশিয়া। ফিরতি লেগে রবিবার গ্রিসের রাজধানী অ্যাথেন্সে ফের মুখোমুখি হয় দুই দল।
রাশিয়ায় যেতে হলে গ্রিসকে অন্তত ৪-০ গোলে জিততে হতো। যদিও ম্যাচটি গোল শূন্য ড্র হয়।
তবে প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর নিজেদের মাঠের এ ম্যাচে গ্রিস চমৎকার ভাবে ঘুরে দাঁড়ায়। পুরো ম্যাচ জুড়েই তাদেরই আধিপত্য ছিল। বেশ কয়েকবার চেষ্টা করেও গোল করা সক্ষম হয়নি।
নির্ধারিত ৯০ মিনিট পর সফরকারীরা উল্লাসে মেতে উঠে।
১৯৯১ সালের স্বাধীনতা লাভের পর এ নিয়ে পঞ্চম বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো দলটি।
অন্যদিকে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে প্লে অফের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামে সুইজারল্যান্ড।
নিজেদের মাঠে ড্র করে ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি। এ নিয়ে বিশ্ব কাপে পর পর চার বার সুযোগ পেল সুইসরা।
ম্যাচে দুই পক্ষই বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোল করতে পারেনি। তবে ইউরোপ অঞ্চলের পেছনের সারির দল নর্দান আয়ারল্যান্ড বেশ চমক দেখায় ম্যাচে। শেষ পর্যন্ত কোল গোল না হওয়ায় ম্যাচটি ড্র হয়। প্রথম লেগে ১-০ তে এগিয়ে থাকার কারণে গ্রেটেস্ট শো অন আর্থে’র মূল পর্বে দেখা যাবে সুইসদের।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৩, ২০১৭)