২০ দলীয় জোটের বৈঠক কাল
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিন বলেন, এ বৈঠকে সভাপিতিত্ব করবেন জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রসিক নির্বাচন নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে জোটের একটি সূত্র জানিয়েছে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
(দ্য রিপোর্ট/এনটি/নভেস্বার ১৪, ২০১৭)