তেল উৎপাদন করবে রহিমা ফুড
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুডের পরিচালনা পর্ষদ ব্যবসা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ভোজ্য তেল ও নারিকেল তেল উৎপাদন ও বিপণন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির বিদ্যমান ভোজ্য তেল উৎপাদন প্রকল্পে নারিকেল তেল উৎপাদন করতে প্রয়োজনীয় জায়গা দরকার হবে। এজন্য কোম্পানিটি ২৯ কোটি টাকা ব্যয় ধরেছে।
এদিকে কোম্পানিটি ৪ বিঘা খালি জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই জমির প্রস্তাবিত মূল্য ২০ কোটি টাকা। এই টাকা শুধুমাত্র নারিকেল তেল উৎপাদন প্রকল্পের জন্য ব্যয় করা হবে।
কোম্পানিটি ব্যবসার ধরন পরিবর্তন ও জমি বিক্রি করার জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি লাগবে। তাই আগামী ২৭ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
উল্লেখ্য, কোম্পানিটি ইজিএমের ভেন্যু পরে নোটিসের মাধ্যমে জানাবে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেস্বার ১৪, ২০১৭)