জেমিনির ইপিএস ২৩ শতাংশ কমেছে
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আগের বছর একই সময় থেকে হয়েছে ২৩ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ সেপ্টেম্বর (জুলাই-সেপ্টেম্বর) সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস হয়েছে ৪.০৮ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ৫.৩২ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটি ইপিএস ১.২৪ টাকা বা ২৩.৩০ শতাংশ কমেছে।
৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৩০.১১ টাকা।
(দ্য রিপোর্ট/এনটি/নভেস্বার ১৪, ২০১৭)