আফগানিস্তানে তালেবান হামলা, নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের কয়েকটি তল্লাশীচৌকিতে তালেবান হামলায় আফগান পুলিশ ও সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে।
মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কান্দাহার প্রদেশের গভর্ণরের মুখপাত্র কুদরত খুশবখত বলেছেন, ‘গত রাতে মাইবান্দ ও ঝারি জেলার কয়েকটি তল্লাশি চৌকিতে তালেবান হামলা চালায়। এতে ২২ পুলিশ প্রাণ হারিয়েছে। তবে এ সময়ে উভয়পক্ষের চলা যুদ্ধে ৪৫ জঙ্গিও নিহত হয়েছে।’
এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। জঙ্গি হিসেবে পরিচিতি পাওয়া সংগঠনটি সম্প্রতি আফগানিস্তানে নিরাপত্তা সদস্যদের ওপর হামলা জোরদার করেছে।
এমন এক সময়ে তালেবানরা হামলা জোরদার করলো যখন যুক্তরাষ্ট্র আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তার লক্ষ্যে আরো সৈন্য মোতায়েন করছে।
বিশ্লেষকরা বলছেন, তালেবানরা প্রায় প্রতিদিনই আফগান বাহিনী লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর লক্ষ্য তাদের সক্ষমতা প্রদর্শন করা এবং আফগান বাহিনীর মনোবল ভেঙে দেওয়া।
এদিকে আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে আমেরিকান সৈন্যের অনির্দিষ্টকালের উপস্থিতি এবং আরো সৈন্য মোতায়েনের ঘোষণা দেন।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৪, ২০১৭)