শীর্ষে ঢাকা, দুইয়ে কুমিল্লা
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরে মঙ্গলবার রাতে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ রাতে চিটাগাং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়েছে মোহাম্মদ নবির দল।
এ জয়ের সুবাদে আসরের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে কুমিল্লা। শীর্ষস্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। দুই দলেরই সংগ্রহ ৪ ম্যাচে ৬ পয়েন্ট। তবে রান গড়ে এগিয়ে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা। ৫ ম্যাচ খেলা সিলেট সিক্সার্সে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তৃতীয়স্থানে।
টস জিতে ম্যাচে চিটাগাংকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় কুমিল্লা। তবে দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি চিটাগাং-এর ব্যাটসম্যানরা। নির্ধারতি ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রানের মামুলী সংগ্রহ দাঁড় করায় মিসবাহ-উল-হকের দল।
চিটাগাং-এর পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার সৌম্য সরকার।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৯ রানের মধ্যে তামিম ইকবাল ও লিটন দাসের উইকেট হারায় কুমিল্লা। তবে ইমরুল কায়েস ও জস বাটলারের ৭৪ রানের তৃতীয় উইকেট জুটি দলকে বিপদমুক্ত করে। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।
ইমরুল ৩৬ বলে ৪৫ এবং বাটলার ৩১ বলে ৪৪ রান করেন।
ম্যাচ সেরা হন ইমরুল কায়েস।
এর আগে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানসকে ৪ উইকেট হারিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে ঢাকা ডায়নামাইটস। ঢাকাকে ১৫৭ রানের টার্গেট দিয়েছিল খুলনা।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৪, ২০১৭)