দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রূপনগরে রান্নাঘরে কেরোসিনের চুলা থেকে আসমা (১৪) নামের এক গার্মেন্টসকর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ আসমার গ্রামের বাড়ি ভোলার ইলিশা গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান। রূপনগর থানার দুয়ারীপাড়া ভোলা বস্তিতে থাকে সে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে আসমা রান্নাঘরে গেলে দুর্ঘটনাবশত কেরোসিনের বোতল থেকে কেরোসিন তেল তার শরীরে পড়ে। মুহূর্তেই চুলার আগুন তার সারাশরীরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই একই বাসায় আসমার প্রতিবেশী নূর নবীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আসমার শ্বাসনালীসহ শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি রূপনগর থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৫, ২০১৭)