বরিশালে ২০ মণ জাটকাসহ ৪ ব্যবসায়ী আটক
বরিশাল অফিস : বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট থেকে ২০ মণ জাটকাসহ ৪ ব্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যবসায়ীরা হলে মো. আশরাফ, মো. শহিদুল, মো. বশির মিয়া ও সিদ্দিকুর রহমান।
এ সময় সমুদ্রগামী মাছ ধরা ট্রলার ও ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করা হয়।
কেষ্টগার্ড বরিশাল স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইদুর রহমান বলেন, সমুদ্রগামি একটি মাছ ধরা ট্রলার ও একটি ইঞ্জিন চালিত বোটে ভোলার চরমোন্তাজ থেকে আনা ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় ৪ মাছ ব্যবসায়ীকে। তাদের সবার বাড়ি ভোলার চরমোন্তাজে। এদেরকে ভ্র্যাম্যমান আদালতে নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৫, ২০১৭)