সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের সুন্দরবন অংশে আব্বাস বাহিনীর দুই সদস্য ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বনদস্যু আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ ফকির ও সক্রিয় সদস্য রুহুল আমিন।
র্যাব-৮ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জে এ ঘটনা ঘটে।
এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার রাজিব গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে আটটি আগ্নেয়াস্ত্র ও ১২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৫, ২০১৭)