দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের গল্প নিয়ে নির্মিত একটি নাটকে দ্বৈত চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুকে। এ দু’টি চরিত্রের একটিতে শিমুকে দেখা যাবে বীরাঙ্গনার ভূমিকায়। অন্যটিতে এই বীরাঙ্গনের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মহান বিজয় দিবস স্মরণে ‘জয়তু’নাটকটির রচিয়তা জহির করিম। পরিচালনা করেছেন সীমান্ত সজল।

নাটকটি প্রসঙ্গে শিমু বলেছেন, ‘বীরাঙ্গনা চরিত্রে আগেও অভিনয় করেছি। তবে এবারই প্রথম বীরাঙ্গনা নারীর পাশাপাশি এই সময়ের প্রতিনিধি হিসেবে নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করলাম। অন্যরকম একটা গল্প। খুব ভালো লেগেছে কাজটা করতে পেরে।’

নাটকে শিমুর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রওনক হাসান।

গল্পের কাহিনীতে বাসর রাতেই পাক হানাদাররা শিমুকে তুলে নিয়ে যায়। তার স্বামী রওনককে হত্যা করা হয়।

‘জয়তু’নাটকটির শুটিং হয়েছে ঢাকা ও হোতা পাড়ায়। ১৬ ডিসেম্বর উপলক্ষে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

এদিকে, এক ঘণ্টার নাটকে ব্যস্ত থাকলেও ধারাবাহিক নাটকে শিমুকে বর্তমান সময়ে দেখা যাচ্ছে না। এ বিষয়ে শিমু জানিয়েছেন, গল্প ও চিত্রনাট্য যথাযথ না হওয়ায় তাকে ধারাবাহিকে দেখা যাচ্ছে না।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৫, ২০১৭)