নওগাঁয় অস্ত্র-গোলাবারুদসহ ৫ জেএমবি আটক
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার আত্রাই উপজেলার নওদুলি গ্রামে অভিযান চালিয়ে নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পিস্তল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) ভোর রাতে আত্রাই থানার সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটকদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, নওদুলি গ্রামে নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২ টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি,ম্যাগাজিন ও গ্রেনেড তৈরির গোলাবারুদ উদ্ধার করা হয়। বড় ধরনের নাশকতার পরিকল্পনায় সংঘবদ্ধ হচ্ছিল তারা।
তিনি আরও জানান, আটকদের নাম ঠিকানা সম্পর্কে এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৬, ২০১৭)