ইতালি কোচ ভেনতুরা বরখাস্ত
দ্য রিপোর্ট ডেস্ক : দলকে বিশ্বকাপের মূলপর্বে তুলতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হয়েছে ইতালি জাতীয় দলের কোচ জামপিয়েরো ভেনতুরাকে। শঙ্কাটি ছিল আগে থেকেই। অবশেষে তাই ফলে গেলো।
বাছাইপর্বে প্লে-অফে সুইডেনের বিপক্ষে হেরে ৬০ বছরের মধ্যে এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এ কারণেই বুধবার ভেনতুরাকে বরখাস্ত করার ঘোষণা দেয় ইতালি ফুটবল ফেডারেশন।
সোমবার ইউরোপিয়ান প্লে-অফের দ্বিতীয় লেগে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইতালি। এর আগে সুইডিশদের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হেরে যায় আজ্জরিরা।
দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হেরে যাওয়ায় ২০১৮ বিশ্বকাপে খেলা থেকে ছিটকে পড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন ভরাডুবির ২ দিন পর চাকরি হারালেন ভেনতুরা।
আগামী বিশ্বকাপে ফের দর্শক হয়ে থাকতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতির পরও স্বেচ্ছায় পদত্যাগ করতে চাননি ভেন্তুরা। অবশেষে বুধবার জরুরি বৈঠক ডেকে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় এফআইজিসি।
বিবৃতিতে ইতালি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ‘বিশ্বকাপ স্বপ্ন ধূলিস্মাৎ হয়ে যাওয়ার পর জরুরি বৈঠক ডেকেছিলেন এফআইজিসি সভাপতি কার্লো তেভেচ্চিও। তাতে বর্তমান কোচিং স্টাফের সবাইকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন না ভেনতুরা।’
২০১৬ সালে ইতালির কোচ হিসেবে আন্তোনিও কন্তের স্থলাভিষিক্ত হন ভেন্তুরা। সেই হিসাবে প্রায় ১ বছরের মাথায় বরখাস্ত হলেন ৬৯ বছর বয়সী এ কোচ। এরই মধ্যে নতুন কোচের সন্ধানে নেমেছে ইতালি। সম্ভাব্য কয়েকজনের নামও শোনা যাচ্ছে। তবে এ দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখ সাবেক কোচ কার্লো আনচেলত্তি।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৬, ২০১৭)