দিনাজপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেটে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আরও আহত হয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার সময় পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথ দিয়ে মালবাহী ট্রেন যাচ্ছিল। এ সময় বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কাভার্ডভ্যানের চালক নিহত ও হেলপার আহত হন।
এরপর সকাল সোয়া ৬টার দিকে ওই রেলপথে খুলনা থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর সীমান্ত ট্রেনটি অতিক্রম করার সময় রেল লাইনের ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া ওই কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এবং সীমান্ত ট্রেনটি সেখানে আটকা পড়ে। তবে সীমান্ত ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, ট্রাকে থাকা পাঁচজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকটিকে রেললাইন থেকে সরানোর কাজ চলছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৬, ২০১৭)